চট্টগ্রামে বদলে গেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম, আজ থেকে শুরু হবে টোল আদায়
চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নামকরণ করা হয়েছে 'শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক'। এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম আকরামের স্মরণে করা হয়েছে। আগে এটি 'মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ ফ্লাইওভার' নামে পরিচিত ছিল।
বুধবার (১ জানুয়ারি) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখা-১ এর উপসচিব মোহাম্মদ আবদুল আওয়াল স্বাক্ষরিত এক আদেশে এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করা হয়। নতুন নামকরণের পর আজ শুক্রবার (৩ জানুয়ারি) থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টোল আদায়ের কার্যক্রম উদ্বোধন করবেন।
সিডিএর নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান জানান, "শুক্রবার সকাল ১০টায় পতেঙ্গা প্রান্তে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা টোল আদায়ের কার্যক্রম উদ্বোধন করবেন। সিডিএর পক্ষ থেকে টোল আদায় করা হবে।"
চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে ১০ ধরনের যানবাহন চলাচল করতে পারবে। তবে মোটরসাইকেল ও ট্রেইলার চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।
যানবাহনের জন্য নির্ধারিত টোলের পরিমাণ– সিএনজিচালিত অটোরিকশার (তিন চাকা) জন্য ৩০ টাকা, প্রাইভেট কারের জন্য ৮০ টাকা, জিপ ও মাইক্রোবাসের জন্য ১০০ টাকা, পিকআপের জন্য ১৫০ টাকা, মিনিবাস ও ৪ চাকার ট্রাকের জন্য ২০০ টাকা, বাস চলাচলে ২৮০ টাকা, ৬ চাকার ট্রাকের জন্য ৩০০ টাকা এবং কাভার্ডভ্যান চলাচলের জন্য ৪৫০ টাকা।
উল্লেখ্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রাথমিক টোল হার অনুমোদন দিয়েছিল। তবে জনগণের প্রতিক্রিয়ার মুখে টোল হার পরবর্তীতে সংশোধন করা হয়।
যানবাহনের ধরন এবং প্রবেশ-বাহির পথের ওপর ভিত্তি করে নতুন টোল হার ২০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত কমানো হয়।