চট্টগ্রাম-পটিয়া-দোহাজারী রুটে চালু হচ্ছে ২ জোড়া কমিউটার ট্রেন
চট্টগ্রাম-পটিয়া-দোহাজারী রুটে চালু হচ্ছে ২ জোড়া কমিউটার ট্রেন। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ডেমু রেকের মাধ্যমে এসব ট্রেন পরিচালনা করবে রেল কর্তৃপক্ষ। ৬ ফেব্রুয়ারি রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন দোহাজারী এবং পটিয়া থেকে ট্রেন দুটির উদ্বোধন করবেন।
এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হলে চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয় রুটে চালু হবে এক জোড়া কমিউটার ট্রেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট মোঃ সাহেব উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, '৬ ফেব্রুয়ারি রেলমন্ত্রী দোহাজারী থেকে দুপুর ১২টা ১৫ মিনিটে এবং পটিয়া থেকে ১টা ১৫ মিনিটে নতুন ২ জোড়া ট্রেনের উদ্বোধন করবেন।'
রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট দপ্তর গত ৩ ফেব্রুয়ারি কমিউটার ট্রেন চলাচলের সময়সূচি নির্ধারণ করেছে। দোহাজারী কমিউটার-১ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ভোর সাড়ে ৫টায় রওনা হয়ে সকাল ৬.৪০টায় পটিয়া স্টেশনে পৌঁছাবে। দোহাজারী কমিউটার-২ পটিয়া থেকে সাড়ে ৭টায় রওনা হয়ে চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৯টা ৫ মিনিটে। দোহাজারী কমিউটার-৩ চট্টগ্রাম থেকে বিকাল ৫টায় রওনা হয়ে দোহাজারী রাত সাড়ে ৭টায় পৌঁছাবে। দোহাজারী কমিউটার-৪ দোহাজারী স্টেশন থেকে রাত ৭টা ৪০ মিনিটে রওনা হয়ে রাত ১০টা ৪০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে। যাত্রাপথে এই রুটের সব স্টেশনে যাত্রী উঠানামা করবে।
এসব ট্রেনের চলাচল শুক্রবার বন্ধ থাকবে।
এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হলে বিশ্ববিদ্যালয় কমিউটার-৫ এবং কমিউটার-৬ নামে ১ জোড়া ট্রেন চালু করবে রেল কতৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কমিউটার-৫ বিকাল ৪টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবে ৫টা ৪৫ মিনিটে। বিশ্ববিদ্যালয় কমিউটার-৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সন্ধ্যা ৬টায় রওনা হয়ে রাত ৭টায় চট্টগ্রাম শহরে পৌঁছাবে।
রেলওয়ে সূত্র জানায়, ২০১৯ সালের ২৪ জুলাই রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন শাটল ট্রেনে বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যান। ওই সময় শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় রুটে নতুন ট্রেন চালুর দাবী জানান। এর প্রেক্ষিতে এই রুটে একজোড়া কমিউটার ট্রেন চালু হচ্ছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের ওয়ার্কিং টাইম টেবিল-৫২ অনুযায়ী চট্টগ্রাম থেকে বিশ্ববিদ্যালয় রুটে ১৪টি সাটল ট্রেন এবং ৪টি কমিউটার ট্রেন চলাচল করে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বর্তমানে চট্টগ্রাম দোহাজারী রুটে ২ জোড়া লোকাল ট্রেন চলাচল করছে।