চীন থেকে আসলো আরও ১৭ লাখ সিনোফার্মের টিকা
কোভ্যাক্সের আওতায় আরও ১৭ লাখ সিনোফার্মের ভ্যাকসিন ঢাকায় এসে পৌঁছেছে।
বুধবার রাত ৭টা ৫০ মিনিটে ভ্যাকসিনের এ চালানটি ঢাকায় এসে পৌঁছায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে দিনের শুরুতে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান বেইজিং থেকে ভ্যাকসিনের বিমান ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানান।
এই চালানটি সহ দেশে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজের ১ কোটি ৭৪ লাখ ভ্যাকসিন জমা আছে।
বুধবার সকালে চীন থেকে সিনোফার্মের ৬ কোটি টিকা কেনার একটি প্রস্তাবনা অনুমোদন করে বাংলাদেশ সরকার।
এ পর্যন্ত সরকার সিনোফার্মের দেড় কোটি টিকা কিনেছে যা আগামী ৩ মাসের মধ্যে ঢাকায় এসে পৌঁছাবে।
দেশজুড়ে এখন ইউনিয়ন পর্যায়ে সিনোফার্মের ভ্যাকসিনের মাধ্যমে গণটিকাদান কর্মসূচি চলছে।