চীনের সিনোফার্ম টিকা নিয়েও ওমরাহ করতে সৌদি যাওয়া যাবে
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা নেয়া ব্যক্তিদের সে দেশে প্রবেশের অনুমোদন দিয়েছে। তবে, সেক্ষেত্রে তাদের সৌদিতে অনুমোদিত একটি টিকার বুস্টার ডোজ নিতে হবে।
আরব নিউজের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ আগস্ট) সৌদি কর্তৃপক্ষ অনুমোদিত ভ্যাকসিনের তালিকায় চীনের এই দুই ভ্যাকসিনকে অন্তর্ভুক্ত করেছে। এ নিয়ে সৌদি আরব অনুমোদিত করোনাভাইরাসের ভ্যাকসিনের সংখ্যা দাঁড়াল ছয়ে।
এর আগে দেশটিতে করোনাভাইরাসের যে চারটি ভ্যাকসিন অনুমোদন দেওয়া হয়েছিল সেগুলো হলো— অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন ও মডার্না। এর মধ্যে কেবল জনসনের ভ্যাকসিনটিই এক ডোজের, বাকিগুলো দুই ডোজের।
২০২০ সালে করোনা মহামারি শুরুর পর হজ ও ওমরাহ পালন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছিল সৌদি সরকার। ছয় মাসেরও বেশি সময় স্থগিতাদেশ জারি রাখার পর গত বছর অক্টোবরে দেশীয় নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হয়।
৯ আগস্ট থেকে পূর্ণ ডোজ টিকা নেওয়া বিদেশি মুসল্লিদের কাছ থেকে পবিত্র ওমরাহ হজের আবেদন গ্রহণ শুরু করবে সৌদি আরব।