জনপ্রিয় থ্রিলার লেখক ও অনুবাদক শেখ আবদুল হাকিম আর নেই
জনপ্রিয় অনুবাদক ও থ্রিলার সাহিত্যিক শেখ আবদুল হাকিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুর একটার দিকে রাজধানীর মাদারটেকের নান্দিপাড়ায় বড় মেয়ের বাড়িতে ইন্তেকাল করেছেন তিনি। বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন এই জনপ্রিয় সাহিত্যিক।
শেখ আবদুল হাকিম মৃত্যুকালে ছেলে শেখ পুলক হাসান, দুই মেয়ে শেখ সাদিয়া হাকিম, শেখ আপালা হাকিমসহ আত্মীয়স্বজন এবং সারা দেশে অসংখ্য গুণমুগ্ধ পাঠক রেখে গেছেন।
শেখ আবদুল হাকিম অনেকদিন থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন। সম্প্রতি রোগের তীব্রতা বেড়ে যায়। গত মাসে তাকে চিকিৎসার জন্য বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। মাসখানেক হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়িতে আনা হয়। এরপর গত দু–এক দিন থেকে শ্বাসকষ্ট কিছুটা বেড়েছিল। আজ দুপুরের দিকে আকস্মিকভাবেই দ্রুত স্বাস্থ্যের অবনতি হয় তার। চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আগেই তিনি ইন্তেকাল করেন। আজ বাদ মাগরিব নান্দিপাড়া মসজিদে তার জানাজা সম্পন্ন হবে। তার দাফন হবে নান্দিপাড়া কবরস্থানেই।
শেখ আবদুল হাকিম তার লেখকজীবনের সিংহভাগ সময় কাটিয়েছেন সেবা প্রকাশনীতে। কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট বিপুল জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ মাসুদ রানার বহু বই লিখেছেন তিনি।
কাজী আনোয়ার হোসেনের সম্পাদনায় শতাধিক মাসুদ রানা লিখেছেন শেখ আবদুল হাকিম। পরে তিনি মাসুদ রানার স্বত্ব নিয়ে কাজী আনোয়ার হোসেনের সঙ্গে কপারাইট মামলায় জড়িয়ে পড়েন। প্রথমে কপিরাট অফিস শেখ আবদুল হাকিমের পক্ষে রায় দিলেও পরে আদালত সেই রায়ে স্থগিতাদেশ দেন।
মাসুদ রানার পাশাপাশি 'কুয়াশা' সিরিজের ৫০টি বইও লিখেছেন শেখ আবদুল হাকিম। মাসুদ রানা ও কুয়াশা সিরিজ ছাড়াও রোমান্টিক, অ্যাডভেঞ্চারসহ নানান স্বাদের বই উপহার দিয়েছেন এই প্রথিতযশা লেখক-অনুবাদক।
১৯৪৬ সালে পশ্চিমবঙ্গের হুগলিতে শেখ আবদুল হাকিমের জন্ম। ব্রিটিশ ভারত ভাগ হলে চার বছর বয়সে পরিবারের সঙ্গে পূর্ব পাকিস্তানে চলে আসেন তিনি।
১৯৬০-এর দশকে সেবা প্রকাশনীর সঙ্গে যুক্ত হন শেখ আবদুল হাকিম। তার প্রথম উপন্যাস 'অপরিণত প্রেম'। এছাড়াও সেবা প্রকাশনীর আরেক জনপ্রিয় ম্যাগাজিন 'রহস্যপত্রিকার' সহকারী সম্পাদক ছিলেন বহু বছর।
শেখ আবদুল হাকিমের জনপ্রিয় অনুবাদের মধ্যে রয়েছে মারিয়ো পুজো-র 'গডফাদার', এরিক মারিয়া রেমার্কের 'দ্য ব্ল্যাক অবিলিস্ক', 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট', ভিক্টর হুগোর 'দ্য ম্যান হু লাফস', মার্ক টোয়েনের 'দি অ্যাডভেঞ্চারস অভ হাকলবেরি ফিন', ডগলাস ফ্রাঞ্জ ও ক্যাথেরিন কলিন্সের 'দ্য ম্যান ফ্রম পাকিস্তান: নিউক্লিয়ার স্মাগলার আবদুল কাদির খান', কেন ফলেটের 'দ্য ম্যান ফ্রম সেন্ট পিটার্সবার্গ'-এর বাংলা 'আততায়ী'।