জুন মাসে করোনা পরিস্থিতি স্বস্তিকর হবেনা: স্বাস্থ্য অধিদপ্তর
করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় চলতি মাস গত মাসের মতো স্বস্তিকর যাবে না বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন একথা বলেন।
রোবেদ আমিন বলেন, "গত এক সপ্তাহে আমাদের করোনা শনাক্তের হার বেড়ে গেছে। সংক্রমণের দিক থেকে আমরা সাত থেকে আট শতাংশ নিচে নেমে এসেছিলাম। সেটি ক্রমাগত বাড়ছে। গত এক মাসের চিত্র লক্ষ করলে দেখা যাবে, আমরা ওই পর্যায়ে নেই যেখানে বলতে পারি পরিস্থিতি স্থিতিশীল আছে। সংক্রমণের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে গেছে।"
''২০২১ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত যে চিত্র দেখতে পাই, এপ্রিলের ভয়াবহতা আমরা সামাল দিতে পেরেছি। জুন মাস শুরু হয়েছে মাত্র ছয় দিন, এর মধ্যেই আমরা আট হাজারের বেশি করোনায় আক্রান্ত মানুষকে শনাক্ত করেছি। এই মাসটি গত মাসের মতো স্বস্তিকর যাবে বলে মনে হচ্ছে না," বলেন রোবেদ আমিন।
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীতে করোনা সংক্রমণের হার প্রতিনিয়ত বাড়ছে। যে কারণে একটি মেডিকেল টিম সেন্ট্রাল থেকে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছে ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানান তিনি।
এছাড়া, চাঁপাইনবাবগঞ্জসহ সব সীমান্ত এলাকার হাসপাতালে আসনের সংখ্যা বাড়ানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে জরুরি অবস্থা ছাড়া কোনো রোগী যেন ভর্তি না করা হয় এমন নির্দেশনা দেওয়া হয়েছে। দরকারে সম্পূর্ণ হাসপাতাল করোনা বিশেষায়িত হাসপাতালে করে দেয়া হবে বলে মন্তব্য করেন তিনি।
"সাতক্ষীরাসহ সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। সেই সব এলাকায় জরুরি সেবা ছাড়া সব ধরনের রোগী সেবা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এ ক্ষেত্রে সাধারণ শয্যায় থেকে করোনা রোগীরা সেবা নিতে পারবেন।" বলেন তিনি।
"আমাদের প্রান্তিক পর্যায়ে যেসব হাসপাতালগুলো আছে, সেখানে সেবা দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লো ফ্লো অক্সিজেন সাপ্লাই। হাই ফ্লো নাজাল ক্যানোলার আগে আমাদের নিরবচ্ছিন্ন অক্সিজেন সাপ্লাই নিয়ে ভাবতে হবে। কারণ এটি জীবন রক্ষাকারী সামগ্রী। যারা মুমূর্ষু অবস্থায় চলে যাচ্ছেন, তাদের অনেকেই লো ফ্লো অক্সিজেন সাপ্লাইয়ের মাধ্যমে সুস্থ হয়ে উঠছেন।" যোগ করেন তিনি।
দেশে বিগত দিনগুলোতে আবারও করোনা সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। গত কয়েকদিন ধরেই সংক্রমণের হার ১০ শতাংশের বেশি ছিল।