টঙ্গীতে আন্দোলনকারী পোশাক শ্রমিকদের পুলিশ ছত্রভঙ্গকালে আহত ৯
গাজীপুরের টঙ্গীতে ঈদের ছুটির দাবিতে পোশাক শ্রমিকরা আন্দোলন করার সময় পুলিশ তাদের ছত্রভঙ্গকালে অন্তত ৯ শ্রমিক আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে টঙ্গি নিশাতনগর মেইলগেটে হামিম গ্রুপের সিসিএল নামে পোশাক কারখানায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন মিজানুর রহমন (২২), মামুন মিয়া (২৫), রনি ইসলাম (২৪), জাহিদ হোসেন (২৬), সোহেল রানা (২২), রুবেল মিয়া (২২), রুবেল হোসেন (২৪), হাসান (২৬) ও ইমরান হোসেন (১৯)।
আহতরা জানান, সাধারণত ঈদের ছুটির ২-৩দিন আগেই ছুটির নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। তবে এবার তাদের কারখানায় কবে থেকে কতদিন ছুটি দেওয়া হবে, সেই নোটিশ এখনো দেওয়া হয়নি। এজন্য আজ (সোমবার) শ্রমিকরা সকালে কারখানায় গেলেও সকাল সাড়ে ১০টার দিকে কাজ বন্ধ করে কারখানার নিচে অবস্থান নেন। মালিক পক্ষ তখন ৭ দিনের ছুটি ঘোষণা করলেও শ্রমিকরা ১০ দিনের ছুটির দাবি জানান। দাবি না মানায় কারখানার নিচেই অবস্থান করে আন্দোলন করছিলেন তারা।
এরমধ্যে তাদের একজন শ্রমিক কারখানা থেকে বের হয়ে রাস্তায় গেলে সেখানে পুলিশ তাকে আহত করে। পরে খবর শুনে মাথায় আঘাত পাওয়া ওই শ্রমিককে নিয়ে তারা সবাই রাস্তায় গিয়ে পুলিশের কাছে এর জবাব চাইলে পুলিশ তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ আহত শ্রমিকদের।
পুলিশ ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে গেটের সামনে শটগানের গুলি চালায় পুলিশ। এতে অর্ধশত শ্রমিক আহত হয়েছেন বলে দাবি করেন তারা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন-চার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানিয়েছেন, আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়েছে।