ডিগ্রি ছাড়াই এমবিবিএস চিকিৎসক ও করোনার চিকিৎসা
প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি ছাড়াই দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন রংপুর নগরীর ধাপ এলাকার মোতালেব হোসেন। 'হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টার' নামে একটি ক্লিনিক পরিচালনাও করছিলেন নামের সঙ্গে এমবিবিএস-এফসিপিএস ডিগ্রি ব্যবহার করা এই ভুয়া চিকিৎসক।
সম্প্রতি সহজ-সরল রোগীদের 'করোনাভাইরাসের চিকিৎসা' দিচ্ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হলো না। পুলিশের হাতে ধরা পরলেন এই প্রতারক।
মঙ্গলবার দুপুরে কোতায়ালী থানায় রংপুর মেট্রোপলিটন পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকি ইবনু মিনান জানান, চিকিৎসা সংশ্লিষ্ট কোনো ডিগ্রি না থাকা সত্ত্বেও নিজের নামের সঙ্গে এমবিবিএস ও এফসিপিএসের মতো উপাধি ব্যবহার করতেন এই ভুয়া চিকিৎসক। করোনাভাইরাসের পরীক্ষা ও চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন তিনি।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ কাওসার জানান, গোপন সংবাদে বিষয়টি নিশ্চিত হয়ে সোমবার রাতে অভিযান চালিয়ে মোতালেবসহ তার ক্লিনিকের মালিক মোস্তফা কামাল, ম্যানেজার তৌহিদ হোসেন ও অপর ভুয়া চিকিৎসক তৌফিক ইসলাম রাফিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।