ডুবে যাওয়া ফেরি উদ্ধারে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারে বেসরকারি এক প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিকভাবে চুক্তি হয়েছে।
প্রায় দুই কোটি টাকার বিনিময়ে চট্টগ্রামের বেসরকারি প্রতিষ্ঠান জিনোইন এন্টারপ্রাইজ লিমিটেড ডুবে যাওয়া এই ফেরিটি উদ্ধারে অভিযান পরিচালনা করবে।
রোববার বিকেলে জিনোইন এন্টারপ্রাইজ লিমিটেডের সিইও বদিউল আলম সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, "ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারে অংশগ্রহণ করবে প্রায় ৫০ জন শ্রমিক। ৫টি শক্তিশালী উইন্স ট্রাক দিয়ে ফেরিটি উদ্ধারে অভিযান চালানো হবে।"
সোমবার বিকেলে ডুবে যাওয়া ফেরির উদ্ধারে প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছাবে উদ্ধারকারী কর্মীরা। ফেরি উদ্ধারের বিষয়ে ডুবুরি দল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করবে এবং তারপর তাদের দেওয়া সিদ্ধান্তের উপর নির্ভর করে ফেরি উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে বলে জানান বদিউল আলম।
বুধবার সকালে ১৪টি ট্রাক-কাভার্ডভ্যান এবং চারটি মোটরসাইকেল নিয়ে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ডুবে যায় ফেরি আমানত শাহ। এরপর চার দিন অভিযান চালিয়ে যানবাহনগুলো উদ্ধার করে উদ্ধারকারী জাহাজ হামজা এবং রুস্তম কর্তৃপক্ষ। তবে ডুবে যাওয়া ফেরি উদ্ধারে তাদের সক্ষমতা না থাকায় বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।