ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১৪৩ রোগী হাসপাতালে, ১৪২ জনই ঢাকার
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যায় রেকর্ড করেছে মঙ্গলবার। একদিনে সর্বোচ্চ ১৪৩ জন দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। যাদের মধ্যে ১৪২ জনই রাজধানীর।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৩ জন রোগী। এ বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৯৪৫ জন। এদের মধ্যে জুলাই মাসের ২৭ দিনেই আক্রান্ত হয়েছে ১৫৭৩ জন।
বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ৫০৯ জন রোগীর মধ্যে ৫০০ জনই ঢাকার। বাকি ৯ জনের ৭ জন ঢাকা বিভাগের, একজন খুলনা বিভাগে এবং একজন ময়মনসিংহ বিভাগের।
চিকিৎসা শেষে হাসপাতালের ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন ১৪৩৩ জন। আর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরে ডেঙ্গু সন্দেহে তিনজনের মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে।
ঢাকাতে সবচেয়ে বেশি সংখ্যক রোগী ভর্তি রয়েছেন এস.এস.এম.সি. ও মিটফোর্ড হাসপাতালে। সেখানে ভর্তি আছেন ৬৯ জন ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন রোগী শনাক্ত হয়েছিল। জুন মাসেই কয়েকগুণ বেড়ে যায় ডেঙ্গু রোগী। জুন মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয় ২৭২ জন রোগী।