তীব্র শৈত্য প্রবাহে কাঁপছে উত্তরাঞ্চল, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
উত্তরাঞ্চলে মৃদু ও মাঝারি থেকে তীব্র শৈত্য প্রবাহ বইছে। চলতি বছরে এই প্রথম তাপমাত্রা সর্বনিম্ন পর্যায়ের পারদ ছুঁলো উত্তরাঞ্চলে। এর আগে শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে।
রোববার (৩১ জানুয়ারী) সকালে এ তথ্য জানান, রংপুর আবহাওয়া অফিস। আজকের উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে ছিল ৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৫ ডিগ্রী, রংপুরে ৭ দশমিক ৫ ডিগ্রী, দিনাজপুরে ৭ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রের্কড করা হয়েছে।
রংপুরসহ উত্তরাঞ্চলে মৃদু ও মাঝারি তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার ফলে জনজীবন স্থবির হয়ে পড়েছে প্রায়। ভোগান্তিতে পড়েছে কর্মজীবি ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানিয়েছেন, 'চলতি বছরে উত্তরাঞ্চলে এই প্রথম জানুয়ারির শেষ দিনে, তাপমাত্রা কমে গিয়ে সর্বনিম্ন কুড়িগ্রামের রাজারহাটে ৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস হলো'।
তবে উত্তরাঞ্চেলের অন্যান্য জেলায়ও তাপমাত্রা কমেছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৫ ডিগ্রী, রংপুরে ৭ দশমিক ৫ ডিগ্রী, দিনাজপুরে ৭ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস রের্কড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ও ঘনকুয়াশা বেড়ে যাওয়ায় হাড় কাঁপানো শীত আর তীব্র ঠান্ডার প্রকোপ বেড়েছে পুরো উত্তরাঞ্চল জুড়ে।
আগামী ৩-৪ দিন এই তাপমাত্রা থাকবে বলে জানান আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান। তিনি আরও জানান, ফেব্রুয়ারির প্রথম থেকে যে কোন দিন উত্তরাঞ্চলের তাপমাত্রা কমে যাওয়া আভাস দিচ্ছে আবহাওয়া অফিস।