তুরাগে নৌকাডুবি: ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫
আজ সকালে রাজধানীর অদূরে আমিন বাজারের কয়লা ঘাট এলাকায় তুরাগ নদে নৌকাডুবির ঘটনায় দুই শিশুসহ অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। নৌকাটি ১৮ জন যাত্রী বহন করছিল। নিহতদের পরিচয় সম্পর্কে এখনো জানা যায়নি।
এ দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৫ জন।
ঢাকা নদী পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম বলেছেন, "দুর্ঘটনায় এখন পর্যন্ত দুই শিশু এবং একজন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ পাঁচজনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে"।
আজ সকাল সাড়ে ৬টার দিকে বালু ভর্তি একটি ট্রলারের সঙ্গে যাত্রীবাহী নৌকাটির সংঘর্ষ হয়। ১৮ জন যাত্রীর মধ্যে ১০জন বেঁচে ফিরেছেন।
খন্দকার ফরিদুল ইসলাম আরও বলেন, "নদীর প্রবল স্রোত উদ্ধার অভিযানকে প্রতিকূল করে তুলছে"।