গাজীপুরে দুইদিনে ৮ ডাক্তার, ১৯ স্বাস্থ্যকর্মী করোনাভাইরাস আক্রান্ত
বৃহস্পতিবার গাজীপুরে মোট ৩১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৭ জন ডাক্তার এবং ৬ স্বাস্থ্য সেবা কর্মী রয়েছেন। এর আগে বুধবার একজন ডাক্তার এবং ১৩ স্বাস্থ্যকর্মীর দেহে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়ে।
ওই দুই দিনে শনাক্ত হওয়া সংক্রমিতদের মধ্যে ২৩ জন কালীগঞ্জ উপজেলার ও ৬ জন সদর উপজেলার বাসিন্দা এবং কেপিজে বিশেষায়িত হাসপাতালের দুই ডাক্তার রয়েছেন।
সবমিলিয়ে গাজীপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ১১০ জন। এদের মাঝে ৮ জন ডাক্তার এবং ১৯ জন স্বাস্থ্যকর্মী।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবলী সাদিক জানান, 'গতকাল বৃহস্পতিবার এই উপজেলা থেকে মোট ৫১ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা আইইডিসিআরের কাছে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এদের মধ্যে ২৩ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি প্রমাণিত হয়েছে।'
কাপাসিয়া হাসপাতাল কর্তৃপক্ষ সেখানকার ১৩ জন স্বাস্থ্যকর্মীর করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন।
কাপাসিয়ার স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সালাম বলেন, 'করোনা পরীক্ষায় পজিটিভ রেজাল্ট আসা সকল স্বাস্থ্যকর্মীকে এখন আইসোলেশনে রাখা হয়েছে।'
জেলা সিভিল সার্জন মোহাম্মদ খাইরুজ্জামান জানান, 'গত ২৪ ঘন্টায় ১৪২ জনের করোনা টেস্ট করে ৩১ জন রোগী শনাক্ত করা হয়েছে।'
এদিকে সরকারি সূত্রানুসারে বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে মারা গেছেন ৬০ জন। আক্রান্ত শনাক্ত করা হয়েছে মোট এক হাজার ৫৭২ জনের দেহে।