দেশের প্রথম তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ফ্যাক্টওয়াচ
বাংলাদেশের প্রথম তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্ক এর স্বীকৃতি পেয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের তথ্যযাচাই কার্যক্রম 'ফ্যাক্টওয়াচ'।
পয়েন্টার ইনস্টিটিউট অফ জার্নালিজমের অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্ক (আইএফসিএন) এই স্বীকৃতি দিয়েছে তাদের।
এর মাধ্যমে ফ্যাক্টওয়াচ প্রথম বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে বিশ্বজুড়ে ৮৫ টি সক্রিয় আইএফসিএন স্বীকৃত তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের তালিকায় নাম লেখাল। এই তালিকায় বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয় এমন তথ্যযাচাই কার্যক্রমের সংখ্যা মাত্র দু'টি।
ফ্যাক্টওয়াচ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, "ফ্যাক্টওয়াচ প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে, ঢাকাস্থ আমেরিকান সেন্টারের প্রাথমিক অর্থায়নে। বর্তমানে এটি ইউল্যাবের গবেষণাকারী প্রতিষ্ঠান সেন্টার ফর ক্রিটিকাল এন্ড কোয়ালিটেটিভ স্টাডিজ থেকে পরিচালিত হচ্ছে। এর নেতৃত্বে আছেন ইউল্যাবের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কবি ও লেখক সুমন রহমান।"
ফ্যাক্টওয়াচের প্রতিষ্ঠাতা ড. সুমন রহমান জানান, "এটি একটি বিরল অর্জন। আমরা একাডেমিক পরিসরে ছাত্রদের নিয়ে তথ্য যাচাই নিয়ে কাজ করে এ বিষয়ে দুনিয়ার সবচেয়ে মর্যাদাবান সংগঠন থেকে স্বীকৃতি পেলাম। ইউল্যাবের ছাত্রদের হাতে বানানো ফ্যাক্টওয়াচ এখন তথ্য-যাচাইয়ের বৈশ্বিক মানচিত্রে শীর্ষস্থানীয় অনেক গণমাধ্যমের সাথে একই কাতারে দাঁড়িয়ে। একে ধরে রাখতে হলে আগামীতে আমাদের কার্যক্রম আরও জোরালো ও পেশাদারভাবে করতে হবে।"