দেড় শতাধিক বাবুই পাখি হত্যার অপরাধে ৩ জনের কারাদণ্ড
গত শনিবার (১০ এপ্রিল) পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামে দেড় শতাধিক বাবুই পাখি হত্যার ঘটনায় ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নৃশংস এ ঘটনায় জড়িত লুৎফর রহমানকে (৪০) ১৫ দিন, সুনীল ব্যাপারীকে (৪২) সাত দিন ও সুশিল মিস্ত্রীকে (৫৫) তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এ আদেশ দেন।
এর আগে গত শনিবার ক্ষেতের বোরো ধান খাওয়ায় স্থানীয় জমির মালিক হেমায়েত হোসেন মোল্লার আদেশে লুৎফর রহমানসহ তিন জন বাবুই পাখির বাসা ভেঙে দেড় শতাধিক পাখি হত্যা করে। হেমায়েত হোসেনের ধান ক্ষেতের পাশেই দুটি তালগাছে শতাধিক বাবুই পাখির বাসা ছিল। পাখিগুলো ধান খাওয়ায় ক্ষিপ্ত হয়ে শনিবার সন্ধ্যার আগে লুৎফর রহমান মোল্লার নেতৃত্বে স্থানীয় সুভাসসহ ৩ জনে মিলে বড় একটি বাঁশ দিয়ে পিটিয়ে তালগাছে থাকা বাবুই পাখির বাসাগুলো ভেঙ্গে মাটিতে ফেলে দেন। এসময় বাসাগুলোতে থাকা বাবুই পাখির ছোট ছোট ছানাগুলোও মেরে ফেলেন তারা। এছাড়া কিছু ছানা মেরে পাশের খালে ফেলে দেন তারা।
এর আগে গত শুক্রবার (৯ এপ্রিল) ঝালকাঠির নলছটি উপজেলার ইশ্বরকাঠি গ্রামেও এধরনের নৃশংস ঘটনা ঘটে৷ গ্রামটিতে বাবুই পাখির বাসায় আগুন ধরিয়ে দিয়ে পাখির ছানা পুড়িয়ে মারার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদ জানানো এক যুবক নিজের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। এ ঘটনায় আরেকটি জিডি করেছে ঝালকাঠির বন বিভাগ।