ধূমপায়ীদের কোভিডে গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি: গবেষণা
সম্প্রতি বাংলাদেশের একদল গবেষকের প্রকাশিত গবেষণায় ধূমপান ও কোভিড-১৯ সংক্রমণের মধ্যে শক্তিশালী যোগসূত্র আছে এমন তথ্য উঠে এসেছে।
'অ্যাসোসিয়েশন বিটুইন স্মোকিং অ্যান্ড কোভিড-১৯ সিভিয়ারিটি: এভিডেন্স ফ্রম বাংলাদেশ' শীর্ষক গবেষণাটি শুক্রবার (২৩ জুলাই) জার্নাল অব মাল্টিডিসিপ্লিনারি হেলথকেয়ারে প্রকাশিত হয়।
গবেষণার ফলাফল অনুযায়ী, দেশজুড়ে কোভিড আক্রান্তদের মধ্যে যারা জীবনের কোনো এক পর্যায়ে ধূমপায়ী ছিলেন তাদের ১৬.৫ শতাংশ গুরুতর অসুস্থ হয়েছেন।
গবেষণায় আরও উঠে এসেছে, যারা দীর্ঘদিন ধরে নিয়মিত ধূমপান করেন তাদের গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে।
২০২২ জন রোগীর ওপর চালানো গবেষণাটিতে প্রমাণিত হয়েছে, ধূমপান কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়িয়ে তোলে।
গবেষণাটির বিশ্লেষণে দেখা গেছে, যারা কখনো ধূমপান করেননি তাদের চেয়ে যারা জীবনের কোনো এক পর্যায়ে ধূমপায়ী ছিলেন তাদের গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি ২.৪৫ গুণ বেশি।
গবেষণাটিতে অংশ নেওয়া ২০২২ জন কোভিড-১৯ রোগীর মধ্যে ১৪.৯৯ শতাংশ রোগী গুরুতর অসুস্থ ছিলেন, ১৭.৮৫ শতাংশের অসুস্থতা মাঝারি মাত্রায় ছিল, ৩৩.০৯ শতাংশ রোগীর অসুস্থতা ছিল মৃদু পর্যায়ের এবং উপসর্বিহীন আক্রান্ত রোগী ছিল ১৭.৫৬ শতাংশ।
এ ধরনের ভাইরাসঘটিত রোগের ক্ষেত্রে সচেতনতা বাড়াতে গণ সচেতনতা ও ধূমপান প্রতিরোধী ক্যাম্পেইন চালাতে সরকারি ও অন্যান্য সংস্থার প্রতি আহ্বান জানান গবেষকরা।