নথি গায়েব: স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৪ কর্মচারী বরখাস্ত
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের ঘটনায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের চার কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নুর।
এ চারজন হলেন- সাঁট মূদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোঃ জোসেফ সরদার, আয়েশা সিদ্দিকা, অফিস পিওন বাদল চন্দ্র গোস্বামী ও মিন্টু মিয়া।
সচিব মো. আলী নুর বলেন বলেন, চার কর্মচারীকে চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তাদের সবাইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে গত ২৮ অক্টোবর স্পর্শকাতর তথ্য সম্বলিত অন্তত ১৭টি ফাইল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 'রহস্যজনকভাবে' হারিয়ে যায়।
ফাইলগুলোর বেশিরভাগই ছিল মন্ত্রণালয়ের বিভিন্ন ক্রয়ের বিবরণ সম্বলিত। সচিবালয়ের মেডিকেল শিক্ষা এবং পরিবার কল্যাণ বিভাগের অফিসে সংরক্ষণ করা ছিল এগুলো।
হারিয়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে ছিল শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ এবং অন্যান্য মেডিকেল কলেজের জন্য কেনাকাটা সংক্রান্ত একাধিক নথি, ট্রেনিং স্কুলের জন্য গাড়ি বরাদ্দ এবং ক্রয় সংক্রান্ত নথি, সার্ভিক্যাল ও স্তন ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামের তথ্য, স্বাস্থ্য অধিদপ্তরের ক্রয় নথি এবং স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রকল্প ফাইল প্রভৃতি।