নিজ কলেজে না পারলে নিকটস্থ কলেজে টিকা নিতে পারবেন মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা
লকডাউনের কারণে মেডিকেল ও ডেন্টালের শিক্ষার্থীরা নিজ কলেজে উপস্থিত হয়ে টিকা নিতে ব্যর্থ হলে, নিকটস্থ সরকারি মেডিকেল কলেজ কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।
বৃহস্পতিবার (২৪ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিভিন্ন কলেজের অধ্যক্ষের আবেদনের ভিত্তিতে অধিদপ্তর এই সিদ্ধান্ত নেয়। সকল সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের অধ্যক্ষ বরাবর এই বিজ্ঞপ্তি পাঠানো হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডা. মোস্তফা খালেদ আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা যদি নিজ কলেজের কাছাকাছি অবস্থান না করে থাকেন, সেক্ষেত্রে নিকটস্থ কোনো সরকারি মেডিকেল কলেজ কেন্দ্রে নিজ কলেজ কর্তৃপক্ষ ও যে কলেজে শিক্ষার্থী টিকা গ্রহণ করতে ইচ্ছুক, সেই কলেজ কর্তৃপক্ষের পারস্পারিক সম্মতি সাপেক্ষে টিকা নিতে পারবেন।
উভয় কর্তৃপক্ষ ইতঃপূর্বে সরবরাহকৃত রেজিস্ট্রেশন ফর্মের মন্তব্য কলামে তথ্যাদি সংরক্ষণ করবেন। প্রয়োজনে পৃথক কাগজ ব্যবহার করা যাবে। উভয় কলেজ কর্তৃপক্ষ এই তথ্য বিনিময় করবেন এবং অধিদপ্তরের ই-মেইলে প্রেরণ করবেন।