নির্বাচনী ব্যানার দিয়ে এবার বিদ্যানন্দের স্কুলব্যাগ
নির্বাচনী পোস্টার দিয়ে স্কুলের বাচ্চাদের জন্য লেখার খাতা বানানোর পর এবার নির্বাচনী ব্যানার দিয়ে স্কুল ব্যাগ তৈরি করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
প্রতিষ্ঠানটির পেইজ থেকে দেওয়া একটি ফেসবুক পোস্টে বলা হয়, "ঢাকার আকাশ দেখা যায় না সুন্দর নগরের প্রতিশ্রুতির ব্যানারে, নির্বাচন শেষে সে ব্যানারই উল্টা ঢাকাকে জলাবদ্ধ করে রাখবে পুরো বর্ষায়, ভেঙ্গে পড়বে ড্রেনেজ সিস্টেম। তাই ব্যানারগুলো বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকদের বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।"
"তাই মাথায় বুদ্ধি খেলল, ব্যানার দিয়ে স্কুল ব্যাগ তৈরি করা। ড্রেনে নয়, ক্লাসরুমে পাঠাতে চাই সুন্দর নগরীর স্বপ্নে ভরা ব্যানারগুলোকে। শিক্ষাটা শুরু হোক সেখান থেকেই।"
এর আগে ঢাকার দুই সিটির নির্বাচনের পর নগরের অলিতে গলিতে ঝুলে থাকা পোস্টার দিয়ে স্কুলের বাচ্চাদের জন্য খাতা তৈরি করেছিলো বিদ্যানন্দ ফাউন্ডেশন।
৪০ জন কর্মী ও শতাধিক স্বেচ্ছাসেবীর সমন্বয়ে গঠিত বিদ্যানন্দ ফাউন্ডেশন ‘এক টাকার আহার’ নামে একটি প্রকল্প চালাচ্ছে। এই প্রকল্পের অধীনে তারা স্কুলপড়ুয়া সুবিধাবঞ্চিত ৫০০ শিক্ষার্থীকে প্রতিদিন মাত্র এক টাকার বিনিময়ে দুপুরে আহার করান।
এ প্রকল্পের বাইরেও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রয়েছে বিদ্যানন্দ শিশু নিকেতন এবং সম্প্রীতি অনাথালয় এতিমখানা নামে দুটি শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যানন্দ পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় ১০০০ শিক্ষার্থী পড়াশোনা করেন।