নির্মলেন্দু গুণ হাসপাতালে
স্বাধীনতা পদক, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারজয়ী কবি নির্মলেন্দু গুণ অসুস্থ। বুধবার সন্ধ্যা থেকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
কবির একমাত্র সন্তান মৃত্তিকা গুণ এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিন দিন ধরেই প্রচণ্ড জ্বরে ভুগছিলেন তার বাবা। শ্বাসকষ্টও বেড়ে গিয়েছিল; কাশি থামছিল না। কাল শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
মৃত্তিকা জানান, তার বাবা দীর্ঘদিন ধরেই কিডনি রোগে আক্রান্ত। এর পাশাপাশি তিনি নিউমোনিয়ায়ও আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা। এ সংক্রান্ত মেডিকেল টেস্টগুলোর রিপোর্ট শুক্রবার সকালে পাওয়া যাবে।
তিনি আরও জানান, কবির জ্ঞান আছে। তবে তিনি ভীষণ দুর্বল হয়ে পড়েছেন; ঠিকমতো কথা বলতে পারছেন না।