নোয়াখালীর বেগমগঞ্জে ক্ষতিগ্রস্ত মন্দির ও পূজা মন্ডপে প্রধানমন্ত্রীর উপহার
সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীসহ বিভিন্ন মন্দিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে। একইসঙ্গে সহিংসতায় নিহত দুইজনের পরিবার ও অসুস্থ ২০ জন ব্যক্তিকে আর্থিক অনুদান দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উপহার প্রদান উপলক্ষে মঙ্গলবার সকালে চৌমুহনী পৌর অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির আয়োজনে ও আমেনা নূর ফাউন্ডেশনের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত ৭টি মন্দিরে ৫০ হাজার, ৭টি পূজা মন্ডপে ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এছাড়া, ২০ জন সনাতন ধর্মাবলম্বী ভুক্তোভোগী ব্যক্তিকে ১০ হাজার করে এবং নিহত দুইজনের পরিবারকে এক লাখ করে নগদ অর্থ অনুদান দেওয়া হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও সদস্য সচিব বাবু সুজিত রায় নন্দীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপ, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আনম সেলিম, আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল জামান।