পরীক্ষামূলকভাবে মানিকগঞ্জে শুরু হচ্ছে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম
মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজে আজ পরীক্ষামূলকভাবে ১০০ জন শিক্ষার্থীকে দেওয়া হবে করোনার সংক্রমণরোধক টিকা।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সরকারি বালক এবং বালিকা উচ্চবিদ্যালয়ের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের এ টিকা কার্যক্রম কর্মসূচিতে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মানিকগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকছুদা ইয়াসমিন বলেন, "বিদ্যালয়ের নবম শ্রেণী থেকে ২৫ জন এবং দশম শ্রেণী থেকে ২৫ জন শিক্ষার্থীর নাম দেওয়া হয়েছে। টিকা নেওয়ার বিষয়ে শিক্ষার্থীদের বেশ আগ্রহ রয়েছে"। তবে প্রথম ধাপে ৫০ জন শিক্ষার্থী নেওয়ায় অন্য শিক্ষার্থীদের নাম দেওয়া সম্ভব হচ্ছেনা বলে জানান তিনি।
মানিকগঞ্জ এস.কে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরজু খানম বলেন, "বিদ্যালয়ের নবম এবং দশম শ্রেণীর ৫০ জন শিক্ষার্থীর টিকা দেওয়ার জন্য নাম-ঠিকানা নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা স্বেচ্ছায় বেশ আগ্রহ নিয়ে নাম-ঠিকানা দিচ্ছে"। আজ দুপুরে এসব শিক্ষার্থীদের নিয়ে কর্ণেল মালেক মেডিকেল কলেজে নিয়ে টিকা দেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
ডাঃ মোঃ লুৎফর রহমান জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালে ১০০ জন শিক্ষার্থীকে করোনার টিকা দেয়ার আয়োজন উদ্বোধন করবেন। এক্ষেত্রে শিক্ষার্থীদের বয়স নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৭ বছরের মধ্যে। জেলা শহরের সরকারী বালক উচ্চবিদ্যালয়ের ৫০ জন এবং সরকারী এস.কে বালিকা উচ্চবিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হবে।
তিনি আরো বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে এসব টিকা দেওয়া হয়েছে এবং স্কুলগামী শিক্ষার্থীদের টিকার আওতায় আনার প্রস্তুতি চলছে।