পাপুলের আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়ন
লক্ষ্মীপুর-২ নির্বাচনী আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এই আসনেই স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন অর্থ ও মানবপাচারের জন্য আলোচিত এবং কুয়েতে দণ্ডপ্রাপ্ত কাজী শহিদুল ইসলাম ওরফে পাপুল।
শনিবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি যৌথসভায় নুর উদ্দিনকে মনোনীত ঘোষণা করা হয়।
আগামী ১১ই এপ্রিল লক্ষ্মীপুর-২ এর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে কুয়েতের আদালতের ঘোষিত রায়ে স্বতন্ত্র সাংসদ পাপুল দণ্ডিত হওয়ার পর তার নির্বাচনী আসনটি শূন্য ঘোষণা করা হয়।
গত ২২ ফেব্রুয়ারি এ নিয়ে গেজেট প্রকাশ করা হয়। গেজেটে বলা হয়, কুয়েতে ফৌজদারি আদালত থেকে গত ২৮ জানুয়ারি ঘোষিত রায়ে চার বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় লক্ষ্মীপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য থাকার যোগ্য নয়। সে কারণে রায় ঘোষণার তারিখ থেকে আসনটি (২৭৫ লক্ষ্মীপুর-২) শূন্য ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের জুনে কুয়েতের বাসা থেকে আটক হন পাপুল। বর্তমানে অর্থ ও মানবপাচার এবং ভিসা-বাণিজ্যে দুর্নীতির অপরাধে চার বছরের কারাদণ্ড পেয়ে কুয়েতে কারাগারেই রয়েছেন তিনি।
গত ২৮ শে জানুয়ারী, কুয়েতের একটি আদালত পাপুলসহ আরও চার জনকে চার বছরের কারাদণ্ড এবংঘুষ লেনদেনের মামলায় ১.৯ মিলিয়ন কুয়েতি দিনার জরিমানা করে।