পিকনিক করে বাড়ি ফেরা হলো না ওদের
নেত্রকোনায় শনিবার রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী হৃদয়ের গ্রামে চলছে শোকের মাতম। সন্তানের এমন মৃত্যু কোনো ভাবেই মেনে নিতে পারছেন না বাবা-মাসহ স্বজনরা। নিহতের মরদেহ গ্রামে নেওয়ার পর আহাজারি যেন থামছেই না।
নিহতের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শালীহার গ্রামে। রোববার সকালে গিয়ে দেখা যায় শোকে স্তব্ধ পুরো গ্রাম।
সড়ক দুর্ঘটনায় একমাত্র ছেলে হৃদয়ের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না বাবা রমজান আলী। তিনি জানান, তার সারা জীবনের পরিশ্রম এক দুর্ঘটনায় শেষ হয়ে গেছে।
ময়মনসিংহের গৌরীপুরের শালিহর হাজি আমীর উদ্দিন উচ্চবিদ্যালয় নবম শ্রেণির ছাত্র ছিলো হদয় ও নিহত আরেক ছাত্র আরশাদুল। ওই স্কুলের মাঠেই তারা ফিরল লাশ হয়ে।
লাশ দখতে সহপাঠীরা ভিড় জমায়। সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের।
নিহত অপর শিক্ষার্থী মাহাবুব মাদরাসা ছাত্র ও ইয়াসিন স্থানীয় কৃষকের সন্তান। পিকনিক করতে গিয়ে চার তাজা প্রাণের এমন পরিণতিতে গৌরিপুরের শালিহর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার রাত সাড়ে ৯টায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পিকনিকের পিকআপকে পেছন থেকে একটি লরি ধাক্কা দেয়। এসময় পিকআপ থেকে পড়ে যাওয়া শিক্ষার্থীদের ট্রাক চাপা দিলে চারজন মারা যায়। এ সময় আহত হন আরও অন্তত ২০ জন। উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে দু'টি পিকআপ ভ্যানে করে প্রায় ৪৫ জন শিক্ষার্থী দুর্গাপুরের বিজয়পুরে সাদা মাটির পাহাড় দেখতে যায়। সন্ধ্যার পরে তারা বাড়ি ফিরছিল।