পিকে হালদারের বিরুদ্ধে রেড এলার্ট জারি করলো ইন্টারপোল
আন্তর্জাতিক পুলিশিং সংস্থা- ইন্টারপোল পলাতক প্রশান্ত কুমার হালদারকে গ্রেপ্তারে রেড এলার্ট জারি করেছে। প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার দেশের ইতিহাসে অন্যতম বড় এক আর্থিক জালিয়াতির মূল পরিকল্পনাকারী বলে অভিযোগ রয়েছে।
বাংলাদেশ পুলিশের আবেদনের প্রেক্ষিতে আজ শুক্রবার (৮ জানুয়ারি) ইন্টারপোল সর্বোচ্চ এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বলে- দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান পুলিশের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা।
পিকে হালদার দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়ে তা বিদেশে পাচার করেন।
ইতোপূর্বে, অর্থ ফেরত দেওয়ার শর্তে দেশে ফিরতে চেয়েছিলেন পিকে হালদার, তবে পরবর্তীতে হাইকোর্ট তাকে ফেরামাত্র গ্রেপ্তারের নির্দেশ দেওয়ায় অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আর ফিরে আসেননি।
দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছরের ৮ জানুয়ারি পিকে হালদারের বিরুদ্ধে অবৈধভাবে ২৭৫ কোটি টাকার সম্পদ অর্জনের দায়ে মামলা করে।
কিন্তু, সেটা ছিল হিমশৈলের চূড়ামাত্র। তিনি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যাস সার্ভিসেস লি. নামক একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ১৫শ' কোটি টাকা জালিয়াতির মাধ্যমে লোপাট করেন। অন্য আরও কয়েকটি প্রতিষ্ঠান থেকে তিনি মোট সাড়ে ৩,০০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচার করেছেন বলে জানা যায়।
সম্প্রতি ঢাকার একটি আদালত রাজধানীর ধানমণ্ডিতে পিকে হালদারের মালিকানায় থাকা দুটি ফ্ল্যাট এবং ছয় একর জমি অধিগ্রহণের আদেশ দেন।
ইতোপূর্বে, আদালত তাকে দেশে ফেরার নির্দেশ দেওয়া সত্ত্বেও প্রশান্ত কুমার না ফেরায় দুদক তাকে গ্রেপ্তারে ইন্টারপোলের শরণাপন্ন হয়।