অর্থ পাচারের মামলায় পশ্চিমবঙ্গে পি কে হালদার ও তার ২ সহযোগীর জামিন
ভারতের পশ্চিমবঙ্গে অর্থ পাচারের মামলায় জামিন পেয়েছেন প্রশান্ত কুমার (পি কে) হালদার।
আজ শুক্রবার ভারতে আর্থিক দুর্নীতি বিষয়ে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) বিচারক প্রশান্ত মুখার্জি পি কে হালদারসহ তার দুই সহযোগীর জামিন মঞ্জুর করেন।
পি কে হালদারের দুই সহযোগী হলেন- স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র ও উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র। অর্থ পাচারের মামলায় মোট ১০ লাখ টাকার বন্ডে তারা জামিন পেয়েছেন।
গত বছর ৮ অক্টোবর অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পি কে হালদারকে ২২ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম।
এর আগেই বাংলাদেশের চারটি আর্থিক প্রতিষ্ঠান থেকে পি কে হালদার নামে-বেনামে সাড়ে তিন হাজার কোটি টাকা বের করে নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। ২০২২ সালে পশ্চিমবঙ্গের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চলতি বছরের জানুয়ারি মাসে অর্থপাচার আইনে পাঁচ সহযোগীসহ তার বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।