পিরোজপুরের বাবা-ছেলেকে বরিশালে হত্যা
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের চরলক্ষীপাশা গ্রামের দুর্গম এক চর সংলগ্ন পান্ডব নদীর তীর থেকে হেলাল উদ্দীন হাওলাদার (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাত ৭টার দিকে চরলক্ষীপাশা গ্রামের দুর্গম চর থেকে হেলাল উদ্দীন হাওলাদারের ছেলে ইয়াছিন হাওলাদারের (২০) গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, শুক্রবার দিনের যে কোনো সময় তাদের হত্যা করে মৃতদেহটি সেখানে ফেলে রাখা হয়েছে।
নিহত বাবা-ছেলের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে। তারা মাছ ধরার 'চাই' এর ব্যবসা করেতেন। 'মায়ের পরশ' নামে একটি ট্রলার নিয়ে শুক্রবার বাকেরগঞ্জ উপজেলার শিয়ালঘুনি হাটে মাছ ধরার 'চাই' বিক্রি করতে এসেছিলেন। দুপুরের পর থেকে তারা নিখোঁজ ছিলেন।
পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের 'চাই' বিক্রেতা মো. হাসান জানান, শুক্রবার সকালে তিনি, হেলাল উদ্দীন ও তার ছেলে ইয়াসিন হাওলাদার 'চাই' বিক্রির করেত বাকেরগঞ্জ উপজেলার শিয়ালঘুনি হাটে আসেন। হেলাল উদ্দীন ও তার ছেলে ইয়াসিন হাওলাদার ট্রলারে করে মাছ ধরার ৬০টি 'চাই' নিয়ে এসেছিলেন।
হাসান জানান, শিয়ালঘুনি হাটে এক লোকের কাছে তারা ৬০টি চাই বিক্রি করেন। পরে ওই 'চাই' ক্রেতার বাড়িতে তারা পৌঁছে দিতে যান। এরপর তাদের আর কোনো খোঁজ নেই। পরে লোকজনের কাছে শুনেছি বাবা-ছেলের মৃতদেহ নদীতে পাওয়া গেছে। তবে তাদের ট্রলারটি এখন পর্যন্ত পাওয়া যায়নি। হয়তো ট্রলার ও মাছ ধরার 'চাই' ছিনতাইয়ের পর তাদের হত্যা করে মৃতদেহ চরলক্ষীপাশা গ্রামে ফেলে রেখে গেছে।
বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি আবুল কালাম বলেন, শুক্রবার রাত ৭টার দিকে পান্ডব নদী সংলগ্ন চরলক্ষীপাশা গ্রামের দুর্গম এক চরের ঝোপের মধ্য থেকে ইয়াছিন হাওলাদারের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়। শনিবার সকাল ১০টার দিকে সেখান থেকে কিছুটা দূরে পান্ডব নদীর তীর থেকে ভাসমান অবস্থায় হেলাল উদ্দীন হাওলাদারের মৃতদেহ উদ্ধার করা হয়। হেলাল উদ্দিনের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আবুল কালাম বলেন, ধারণা করা হচ্ছে ওই দুই জনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর মৃতদেহ গুম করতে লোকালয় থেকে দূরে নির্জন জায়গায় মৃতদেহ ফেলে রাখা হয়েছে। তবে কি কারণে তাদের হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের একাধিক দল হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে।