পুলিশের এসপির বিরুদ্ধে নারী পরিদর্শকের ধর্ষণ মামলা
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মোক্তার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করছেন এক নারী পুলিশ পরিদর্শক।
বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ তিনি এ মামলার আবেদন করেন।
বাদীর আইনজীবী সালাহউদ্দিন খান গণমাধ্যমকে জানান, বিচারক মোসাম্মৎ কামরুন্নাহার বাদীর জবানবন্দি গ্রহণ করেছন, তবে এখন পর্যন্ত কোনো আদেশ দেননি।
মামলার বাদী ওই নারী পুলিশ পরিদর্শক অভিযোগ করেছেন, ২০১৯ সালের ডিসেম্বর থেকে বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে এই পুলিশ কর্মকর্তা তাকে ধর্ষণ করেছেন।
অভিযুক্ত মোক্তার হোসেন সুদানে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে যোগ দেন। পরবর্তীতে এই মামলার বাদীও এই মিশনে সুদান যান।