প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য ৩০ অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়ালো সৌদি আরব
আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য নির্ধারিত ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব।
আজ বুধবার (৭ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে দেশে ফিরে করোনা পরিস্থিতিতে আটকে পড়া শ্রমিকদের অনেকেই সৌদি আরবে তাদের কর্মস্থলে ফেরা শুরু করেছেন।
বাংলাদেশ সরকারের অনুরোধের প্রেক্ষিতে, সৌদি সরকার এপর্যন্ত সব বাংলাদেশি নাগরিকের ইকামা এবং ভিসার মেয়াদ বেশ কয়েকবার বৃদ্ধি করেছে।
মধ্যপ্রাচ্যের জীবাশ্ম তেল সমৃদ্ধ দেশটি বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্যস্থল।
গত বছর প্রবাসী বাংলাদেশিরা ১৮.৩৩৫ বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠান, যার মধ্যে ৩.৬৪৭ বিলিয়ন বা ১৯.৮৭ শতাংশই পাঠান সৌদিতে অবস্থানকারীরা।
- সূত্র: ইউএনবি