প্রশ্নফাঁস করলে ১০ বছরের কারাদণ্ড
খসড়া আইন অনুযায়ী, প্রশ্নফাঁসের সাথে জড়িতরা সর্বনিম্ন ৩ থেকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
প্রশ্নপত্র ফাঁসের জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে সরকার 'বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২১' এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, "খসড়া আইন অনুযায়ী, প্রশ্নফাঁসের সাথে জড়িতরা সর্বনিম্ন ৩ থেকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন"।