ফুল বিক্রেতাদের মাথায় হাত
ভালোবাসা দিবসে সাতক্ষীরার ফুল ব্যবসায়ীদের মাথায় হাত। শুক্রবার ছুটির দিনে ভালোবাসা দিবস পড়ায় বিপাকে পড়েছেন তারা। কাঙ্খিত পরিমাণ ফুল বিক্রি করতে পারেননি। এ নিয়ে সাতক্ষীরা শহর, পাটকেঘাটা ও তালা এলাকার ফুল ব্যবসায়ীরা হতাশা প্রকাশ করছেন।
সাতক্ষীরা শহরের মিনি মার্কেট এলাকায় ফুলের বড় দোকান ‘ফুলশয্যা’। অথচ তেমন বিকিকিনি নেই। দোকান মালিক মিকাইল ইসলাম বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষ্যে ২৫ হাজার টাকার ফুল কিনে রেখেছি। তবে এ পর্যন্ত ৮-১০ হাজার টাকার ফুল বিক্রি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে একটু বেশি বিক্রি হয়েছিল। আজ শুক্রবার হওয়ায় বিক্রির পরিমাণ খুব কম।’
কম বিক্রির কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ‘বিশেষ দিনগুলোতে স্কুল-কলেজের শিক্ষার্থীরাই মূলত ফুল বেশি কেনে। শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা খুব একটা বের হয়নি। তাই ফুলও বিক্রি হচ্ছে না। আশা করেছিলাম আজ ৫০ হাজার টাকার ফুল বিক্রি করতে পারব। তাই বেশি করে ফুল কিনে বিপাকে পড়েছি।’
অন্যদিকে, পাটকেলঘাটা থানার পাঁচরাস্তা মোড় এলাকার ফুল ব্যবসায়ী মারুফ হোসেন বলেন, ‘১৫ হাজার টাকার ফুল কিনেছিলাম বিক্রির জন্য। তবে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ২০০ টাকার ফুলও বিক্রি করতে পারিনি। অনেক টাকার লোকসান হয়ে গেল।’
পাটকেলঘাটা ওভারব্রিজের পাশে ‘স্যানাল ফুলঘর’। সেখানে ৯ বছর ধরে ফুলের ব্যবসা করছেন প্রদীপ স্যানাল। ৫৫ হাজার টাকার ফুল কিনে তিনিও দুশ্চিন্তায় আছেন।
প্রদীপ স্যানাল জানান, ‘যশোরের গদখালী এলাকা ফুলের জন্য বিখ্যাত। তবে এ বছর এখানকার গোলাপের মান খুব একটা ভালো না হওয়ায় ভারত থেকে ৩০ হাজার টাকার গোলাপ আমদানি করেছি। মোট ৫৫ হাজার টাকার গোলাপ, রজনীগন্ধা, গাদা ও বিভিন্ন ধরনের ফুল এনেছি। কিন্তু তেমন বেচাবিক্রি নেই।’
অপরদিকে, তালা সদরের ‘মরিয়ম ফুলশয্যা’র দোকান মালিক হাসান মুন্সিও পড়েছেন বিপাকে। ফুল বিকিকিনি নেই তারও। তিনি বলেন, ‘ভালোবাসা দিবসে আমার ১৫ হাজার টাকা লোকসান হয়ে গেল।’