বগুড়ায় সরকারি চালসহ আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার
সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুদ করার দায়ে বগুড়ার নন্দীগ্রামের দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার গভীর রাতে উপজেলার ভাগশিমুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ওই সময় জব্দ করা হয় ১৬৮ বস্তা চাল।
গ্রেপ্তারকৃতরা হলেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আনসার আলী।
র্যাব-১২ কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার রওশন মিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে আওয়ামী লীগ নেতা আনিসুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে সরকারি খাদ্যবান্ধব ১০ টাকা কেজির ৫৮ বস্তা চাল জব্দ করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী একটি গুদামে অভিযান চালিয়ে আরও ১১০ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় তাদের গ্রেপ্তার করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে নন্দীগ্রাম থানায় মামলা করা হয়েছে।