বরগুনায় ৮০০ কেজি হরিণের মাংস জব্দ
বরগুনায় পাথরঘাটা উপজেলা থেকে ৮০০ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড।
শনিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পাথরঘাটা উপজেলার বিহঙ্গ দ্বীপ সংলগ্ন এলাকা থেকে এ মাংস জব্দ করা হয়।
এসময় আবদুস সোবহান (৫৬) নামের একজনকে আটক করে কোস্টগার্ড।
এ বিষয়ে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লে. বিশ্বজিৎ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে পাথরঘাটা উপজেলার বিহঙ্গ দ্বীপ সংলগ্ন এলাকা থেকে হরিণের মাংসসহ একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করে কোস্টগার্ড।
এ ঘটনায় আবদুস সোবহান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মাংসগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও এ ঘটনায় জব্দ করা ইঞ্জিন চালিত নৌকা ও আটক অবদুস সোবহানের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।