বরিশালে করোনা ইউনিটে রোগীর মৃত্যু
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক রোগীর (৫৫) মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে মারা যাওয়া ওই পুরুষের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলায় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এস এম বাকির হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ওই রোগী করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন। রাত থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। শুক্রবার সকালে তিনি মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা জানার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।
এদিকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাবুগঞ্জ উপজেলার ব্রাহ্মণদিয়া গ্রামে জাহাঙ্গীর হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৪টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান।
প্রয়াতের স্বজন আবদুল হালিম জানান, গত ৩ দিন ধরে প্রচণ্ড জ্বরের সঙ্গে পাতলা পায়খানা এবং শরীর ব্যথায় ভুগছিলেন জাহাঙ্গীর হোসেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসক না থাকায় রাতেই তাকে আবার বাড়ি ফিরিয়ে আনা হয়েছিল।