বসুন্ধরা সিটির আটতলা থেকে পড়ে যুবকের মৃত্যু
রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ৮ম তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল সোয়া ৪ টার দিকে মার্কেটের ভেতরে এ ঘটনা ঘটে।
বুধবার রাত পর্যন্ত নিহত ওই যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম তালুকদার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “আমরা ঢাকা মেডিকেল কলেজ থেকে খবর পেয়েছি যে অজ্ঞাত (২৫) এক যুবকের লাশ মর্গে রয়েছে। যুবকের পরনে রয়েছে শার্ট ও প্যান্ট। তার মাথা থেকে পা পর্যন্ত শরীরের বিভিন্ন স্থানে ভাঙ্গা-মচকার চিহ্ন রয়েছে।”
তিনি জানান, দুর্ঘটনার তথ্য বসুন্ধরা সিটি শপিং মলের নিরাপত্তা বিভাগ পুলিশকে জানিয়েছে।
“তাঁরা আমাদের বলেছে, বিকাল সোয়া ৪ টার দিকে ওই যুবক চলন্ত সিঁড়ি দিয়ে লেভেল-৮ এ পৌঁছেন। সেখানে এদিক-ওদিক তাকাতেই তিনি রেলিং ধরে শরীরটাকে উঁচিয়ে নিয়ে নিচে ঝাঁপিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”
তেজগাঁও থানার ওসি আরও বলেন, “আমরা বিষয়টি তদন্ত করছি। ওই যুবক নিজে ঝাঁপিয়ে পড়েছেন নাকি কেউ তাকে ফেলে দিয়েছে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে মার্কেটেরে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ রয়েছে। ভিডিও ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”