বহাল থাকছে বিটিআরসির বিধিনিষেধ
বিটিআরসির অনুমতি ছাড়া কোনো অফার ঘোষণা ও পরিষেবা পরিবর্তন সংক্রান্ত আরোপিত বিধিনিষেধের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট কার্যতারিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমতি ছাড়া কোনো অফার ঘোষণা ও পরিষেবা পরিবর্তন সংক্রান্ত আরোপিত বিধিনিষেধের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা গ্রামীণফোনের রিট কার্যতারিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
এ কারণে বিটিআরসির আরোপ করা বিধিনিষেধ বহাল থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চে এই আদেশ দেন।