বাংলাদেশের সাথে যৌথ টিকা উৎপাদনে সম্মত রাশিয়া: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন বলেছেন যে, বাংলাদেশের সাথে যৌথভাবে করোনার স্পুটনিক-ভি টিকা উৎপাদনে সম্মত হয়েছে রাশিয়া।
সোমবার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
ড. মোমেন বলেন, 'প্রায় সবকিছু এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাংলাদেশে স্পুটনিক-ভি টিকা বোতলজাত ও মোড়কীকরণের কাজ করতে সম্মত হয়েছে রাশিয়া।'
তিনি আরও বলেন, যতক্ষণ পর্যন্ত না অন্যান্য দেশ টিকার ফর্মুলা অবমুক্ত করছে, ততক্ষণ পর্যন্ত রাশিয়াও তাদের টিকার ফর্মুলা উনমুক্ত করবে না।
গত শুক্রবার উজবেকিস্তানের তাসখন্দে এক আন্তর্জাতিক সভায় অংশগ্রহণের পাশাপাশি রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রীর সাথে করোনার টিকার ব্যাপারে আলোচনা করেন ড. আব্দুল মোমেন।