বাংলাদেশ ছাড়লেন এশিয়ান উইমেন বিশ্ববিদ্যালয়ের ১১০ শিক্ষার্থী
নভেল করোনাভাইরাসের সংক্রমনের কারণে চট্টগ্রামস্থ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এ অধ্যয়নরত ১১০ শিক্ষার্থী নিজ দেশ আফগানিস্তানে ফেরত গেছেন। আজ শনিবার সকাল ১০টা ১৩ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, কাম এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা বাংলাদেশ ত্যাগ করেন।
বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্র জানায়, ১২৪ জন যাত্রী এবং ৮ জন ক্রু নিয়ে সকাল ১০টা ১৩ মিনিটে কাম এয়ারের একটি বিশেষ ফ্লাইট চট্টগ্রাম থেকে আফগানিস্তানের উদ্দেশ্যে ছেড়ে যায়। ওই বিমানে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর শিক্ষার্থীরা ছিলেন।
বাংলাদেশে আফগানিস্তানের দূতাবাস সরাসরি তদারকির মাধ্যমে বাংলাদেশে অধ্যয়নতর শিক্ষার্থীদের তাদের দেশে ফিরিয়ে নেওয়ার কার্যক্রম পরিচালনা করছে বলে জানা যায়।
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর রেজিস্ট্রার ড. দেব দাওল্যান্ড দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১১০ শিক্ষার্থী সকালে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে তাদের নিজ দেশ আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পড়াশোনার মাঝখানেই বিরতি দিয়ে বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণের কারণে ঝুঁকি এড়াতে তাদের নিজ দেশে ফিরিয়ে দিতে হচ্ছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলেই আবারও তাদের ফিরিয়ে আনা হবে। এ সংক্রান্ত সকল ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট দেশের সরকার যৌথভাবে বহন করছে।
বিশ্ববিদ্যালয় সুত্র জানায়, ইতোপূর্বে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এ অধ্যয়নরত মালয়েশিয়া, ভুটান, নেপালের শিক্ষার্থীদেরকেও তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।