বাংলাদেশ থেকে ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো
কোভিড-১৯ এর ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে দেশটি।
ইতালির স্বাস্থ্যমন্ত্রীর একজন মুখপাত্র রবার্তো স্পেরানজা এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী ২১ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।
গতকাল রোববার এ সংক্রান্ত নির্দেশনা জারি হয়। গতকালই ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও আজ সোমবার থেকে আবারও এ নিষেধাজ্ঞার সময় বাড়ানো হলো।
বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ও ভারতের যাত্রীদের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তবে, দেশটির নাগরিকরা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। অর্থাৎ, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালিতে যেতে পারবেন দেশটির নাগরিকরা।