বান্দরবানে ডায়রিয়ায় ১১ জনের মৃত্যু, অসুস্থ শতাধিক
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১১ জন মারা গেছেন। আক্রান্ত অবস্থায় আরও অর্ধশতাধিক ব্যক্তি অসুস্থ রয়েছেন বলে জানিয়েছেন সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্স বান্দরবান সেনা রিজিয়নের মেজর মো. সাইফুল ইসলাম।
বুধবার (১৬ জুন) দুপরে আক্রান্ত তিনজনকে গুরুতর অবস্থায় সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এসময় মেজর সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, আলীকদম সেনা জোন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আক্রান্ত এলাকায় ফিল্ড হাসপাতাল তৈরি করে বিশুদ্ধ পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
সেখানে এখনও অর্ধ শতাধিক ব্যক্তি ডায়রিয়া আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন।
এর আগে সোমবার কুরুকপাতা এলাকায় ডায়রিয়া আক্রান্তের খবর পেয়ে সেনাবাহিনীর ও স্বাস্থ্যবিভাগের দুটি মেডিকেল টিম পাঠানো হয়। সেখানে ফিল্ড হাসপাতাল তৈরি করে অসুস্থ রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন ক্রাতপুং ম্রো বলেন, "কুরুকপাতা এলাকায় মূলত ম্রো ও ত্রিপুরা জনগোষ্ঠীর বসবাস। এসব এলাকা দুর্গম ও সম্পূর্ণ মোবাইল নেটওয়ার্কবিহীন। প্রতিবছর এ সময়ে সেখানকার লোকজন ডায়রিয়াসহ পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে থাকে। তখন দুই একজন মারা যেত। কিন্তু এবার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।"
জেলা সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা বলেন, "দুর্গম এলাকায় বেশির ভাগ লোক ঝিরি ও ছড়ার পানি ব্যবহার করে। বৃষ্টি হলে এসব পানি ময়লা ও দূষিত হয়ে পড়ে। এসব পানি খেয়ে ডায়রিয়া ও পানিবাহিত রোগ হয়ে থাকে।"