বাসে নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি, প্রতিবাদে বকশিবাজার মোড় অবরোধ
বাসে হাফ ভাড়া দিতে চাওয়ায় জনৈক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে রাজধানীর বকশিবাজার মোড় অবরোধ করেছে বেগম বদরুন্নেসা কলেজসহ আরও কিছু কলেজের কয়েক শত শিক্ষার্থী।
শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান সংলগ্ন রাস্তায় অবস্থান নেয় এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবিতে স্লোগান দিতে দিতে থাকে।
দৈনিক প্রথম আলো সূত্র জানা যায়, গতকাল শনিবার রাজধানীর শনির আখরা এলাকায় ঠিকানা বাসে এক নারী শিক্ষার্থী হাফ ভাড়া দিতে চাইলে বাসচালকের সহকারী তাকে ধর্ষণের হুমকি দেন।
এর আগে শনিবার হাফ ভাড়ার দাবিতে ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ, ইম্পেরিয়াল কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় ও এলিফ্যান্ট রোডে ৩০টি বাস ভাঙচুর করে।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, এই রুটে যাতায়াতকারী বহু শিক্ষার্থীর কাছ থেকেই বাসে হাফ ভাড়া নেওয়া হয়না, বরং হাফ ভাড়া দিতে চাইলে তাদের সাথে দুর্ব্যবহার করা হয়।
বৈশ্বিক জ্বালানি সংকটের ফলে গত ৩ নভেম্বর দেশে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করা হয়।
এর জবাবে অনির্দিষ্টকালের জন্য সারা দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক-শ্রমিকেরা।
পরে শহরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস ভাড়া যথাক্রমে ২৬.৫% এবং ২৭% বাড়িয়ে বাস মালিকদের দাবি পূরণ করা হয়।
কিন্তু তা সত্ত্বেও, বাস কন্ডাক্টররা যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক আরও বেশি ভাড়া আদায় করছেন।