বিজ্ঞাপনে খাঁচাবন্দী পাখি দেখানোয় গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা
বিজ্ঞাপনে খাঁচায় বন্দি পাখি দেখানোর জন্য গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেছেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক নার্গিস সুলতানা। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২-র ৩৭ (২), ৪১ ও ৪৬ ধারায় মামলাটি করা হয়েছে।
এ মামলার সাক্ষী হয়েছেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস, বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক, আবদুল্লাহ আল সাদিক ও বন কর্মকর্তা হাবিবুর রহমান।
কোম্পানিটির সম্প্রতি প্রচারিত এক টেলিভিশন বিজ্ঞাপনে দেখা যায়, এক বাচ্চা মেয়েকে একটি খাঁচাবন্দী টিয়াপাখি উপহার দেয়া হয়েছে।
খাঁচায় বন্দি প্রাণী দেখানো এই বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে ব্যাপক বিতর্ক ও সমালোচনার জন্ম দেয়।