বুয়েটের ‘অক্সিজেট’-এর অনুমোদন পেতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে বললেন হাইকোর্ট
করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন চাহিদা মেটাতে ব্যয়বহুল হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলার বিকল্প হিসেবে 'অক্সিজেট' যন্ত্র উদ্ভাবন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েট গবেষকরা। কিন্তু, তা উৎপাদনের অনুমতি মিলছে না। এ অবস্থায় উৎপাদনের অনুমতির জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরাবর লিখিত আবেদন পাঠাতে বললেন হাইকোর্ট। একইসাথে আবেদনের একটি কপি অ্যাটর্নি জেনারেলের কাছেও পাঠাতে বলেছেন আদালত।
'অক্সিজেট' যন্ত্রটি বাণিজ্যিকভাবে উৎপাদন করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি মিলছে না বলে বিষয়টি আজ সোমবার (৫ জুলাই) হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চকে এই আইনজীবী বলেন, "বুয়েটের উদ্ভাবিত 'অক্সিজেট' যন্ত্রটি এরই মধ্যে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) অনুমোদন নিয়ে ক্লিনিক্যাল ট্রায়ালের দুটি ধাপ সফলভাবে সম্পন্ন করেছে। ডিভাইসটি দিয়ে হাসপাতালের সাধারণ বেডেই ৬০ লিটার পর্যন্ত হাই-ফ্লো অক্সিজেন দেওয়া সম্ভব। আর একটি হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলার জন্য খরচ যেখানে দুই থেকে পাঁচ লাখ টাকা, সেখানে বুয়েটের আবিস্কৃত এই যন্ত্রটির উৎপাদন খরচ পড়বে মাত্র ২০-২৫ হাজার টাকা। কিন্তু, ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) 'অক্সিজেট' যন্ত্রটির বাণিজ্যিক উৎপাদনের অনুমতি দিচ্ছে না। এক্ষেত্রে তারা বলেছেন বাণিজ্যিক উৎপাদনে যেতে পারে কোম্পানি, যাদের ফ্যাক্টরি থাকে। বুয়েট তো কোম্পানি নয়।"
ব্যারিস্টার অনিক আর হক আদালতকে বলেন, "হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা সংকটে করোনায় আক্রান্তদের প্রাণহানি বাড়ছে। এই সংকটকালে 'অক্সিজেট' উৎপাদনের অনুমতি দেওয়া হলে সারাদেশে রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণ হত। আর এক্ষেত্রে সময়সাপেক্ষ ও ব্যয়বহুল হাই-ফ্লো নজল ক্যানোলা বিদেশ থেকে কিনতে হতো না।"
এসময় আদালত বলেন, "আমাদের তো আবার বিদেশ থেকে কেনাকাটায় আগ্রহ বেশি। সে যাইহোক, এখানে প্রশ্ন হচ্ছে বুয়েট কি যন্ত্রটি বানিজ্যিক উৎপাদন করতে পারবে? আর উৎপাদন ও কেনাকাটার ক্ষেত্রে কিছু নীতিমালার বিষয় তো রয়েছে।"
এক পর্যায়ে হাইকোর্ট ব্যারিস্টার অনিক আর হককে বুয়েটের উদ্ভাবিত যন্ত্রটির উৎপাদন সংক্রান্ত বিষয় লিখিতভাবে অ্যাটর্নি জেনারেল ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরাবর পাঠাতে বলেন। এসময় আদালত বলেন, 'আমাদের প্রধানমন্ত্রী ইনোভেটিভ মাইন্ডের। ওনার কাছে ভাল জিনিসের খবর গেলে তা তিনি বিবেচনা করবেন আশা করছি।'
শ্বাসকষ্টসহ করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণে 'অক্সিজেট' নামের যন্ত্রটি সম্প্রতি উদ্ভাবন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। সহজে ব্যবহার ও বহনযোগ্য এই যন্ত্র কোনো বিদ্যুৎশক্তি ছাড়াই অক্সিজেন সিলিন্ডার বা হাসপাতালে অক্সিজেন লাইনের সঙ্গে যুক্ত করে হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলার বিকল্প হিসেবে ব্যবহার করা যায় বলে দাবি তাদের।