বুয়েট শিক্ষার্থী আবরারের খুনিদের সর্বোচ্চ সাজার দাবিতে উত্তাল সারাদেশ
বুয়েটের আবরার ফাহাদ (২১) হত্যার বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে সারাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মামলায় অভিযুক্ত সবাইকে গ্রেপ্তার ও অবিলম্বে শাস্তি দেয়াসহ ৮ দফা দাবিতে আন্দোলন করছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মঙ্গলবার বিভিন্ন হল থেকে বেরিয়ে সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে জড়ো হন।
তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- সব চিহ্নিত খুনিকে ৭২ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার, দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা নিষ্পত্তি, আজ বিকাল ৫টার মধ্যে বুয়েটের উপাচার্যকে শিক্ষার্থীদের সামনে হাজির হয়ে জবাবদিহি করা এবং র্যাগিং ও ভিন্ন মতের কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতরকারীদের ছাত্রত্ব বাতিল করা।
এছাড়া, রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে হল থেকে ছাত্রদের উৎখাতের বিষয়ে অজ্ঞ থাকায় শের-ই-বাংলা হলের প্রভোস্টকে প্রত্যাহার, আবরার হত্যা মামলার সব খরচ ও তার পরিবারের ক্ষতিপূরণ বুয়েট কর্তৃপক্ষকে দেয়া এবং ক্যাম্পাসে সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়েছে।
রাজশাহী
আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে আন্দোলনকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে। বেলা ১১ টার দিকে মানববন্ধনের আয়োজন করেন তারা। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। শিক্ষার্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে সড়ক অবরোধ করলে এ ঘটনা ঘটে।
১ ঘন্টা সড়ক অবরোধ শেষে ১২টা ২০ মিনিটে শিক্ষার্থীদের আন্দোলন আপাতত স্তগিত করে। সন্ধ্যা ৬টায় আবার মশাল মিছিল করবে তারা।
ময়মনসিংহ
আবরারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহের বিভিন্ন সংগঠন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দখলদারিত্ব দুর করে আবরার হত্যাসহ সকল সাধারণ ছাত্র হত্যার বিচার দাবী করেন।
যশোর
এই হত্যার প্রতিবাদে মঙ্গলবার (৮ অক্টোবর) যশোর প্রেসক্লাবের সামনে ১২টা থেকে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন হয়েছে।
মানববন্ধনে শিক্ষার্থীরা আবরার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করে বলেন, একটি স্বাধীন দেশে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা হতাশাজনক। দেশে আইন থাকা সত্ত্বেও এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের ছাত্র সমাজ মেনে নেবে না।
টাঙ্গাইল
এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে আবরার ফাহাদের খুনিদের বিচারের দাবীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বিক্ষেভ মিছিল বের করে সাধারন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা আবরার ফাহাতকে পিটিয়ে নিহত করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন শিক্ষার্থীরা।
নারায়ণগঞ্জ
আবরার ফাহাদ হত্যার আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা প্রগতিশীল ছাত্র জোট।
মঙ্গলবার দুপুরে নগরীর চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে বক্তরা বলেন, ভিন্ন প্রকাশের কারণে মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। অন্যথায় বিচারের দাবিতে সারা দেশ দুর্বার আন্দোলন গড়ে তুলে এই হত্যাকান্ডের বিচার সম্পন্ন করতে সরকারকে বাধ্য করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া
দোষীদের শাস্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধনের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১২ টা থেকে জেলার প্রেসক্লাবের সামনে মানববন্ধনে দাঁরান আন্দোলনকারীরা।
রংপুর
বুয়েট ছাত্র আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর মডার্ণ মোড়ে মহাসড়কে অবস্থান করে শিক্ষার্থীরা।
এসময় আবরারের খুনিদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন পার্কের মোড়ে গিয়ে মানববন্ধনে রূপ নেয়।
চট্টগ্রাম
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবিতে চট্টগ্রামেও দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, চট্টগ্রাম।
কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবে এ কর্মসূচির পালন করা হয়। মঙ্গলবার বিকেলে ষোলশহর রেল স্টেশনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম কলেজসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, খুনিদের ভিডিও ফুটেজে সনাক্ত করা গেছে। এখন দ্রুত বিচার ট্রাইব্রুনালে এনে তাদের দৃষ্টান্ত শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অতীতে যেসব হত্যাকান্ড হয়েছে সেগুলোর সুষ্ঠ তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারেরও আওতায় আনতে হবে।
খুলনা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১২টায় নগরীর শিববাড়ী মোড়ে ‘আগুয়ান-৭১’ নামের একটি সংগঠনের ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
এ সময় শিক্ষার্থীরা বাক স্বাধীনতার দাবিসহ বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান খচিত প্ল্যাকার্ড বহন করে। কেউ কেউ প্রতিকী আবরার সেজে মানববন্ধনে অংশ নেয়।