ব্যারিস্টার আব্দুল হালিমকে প্রাণণাশের হুমকির ঘটনায় আসক ও ব্লাস্টের বিবৃতি
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিরুদ্ধে মামলাকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিমকে প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
একইসাথে ব্যারিস্টার হালিমের নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহবান জানানো হয়েছে।
সংগঠন দুটি বলেছে, এমন হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে তারা আরও বেপরোয়া হয়ে উঠবে। তাছাড়া এ ধরণের হুমকি সাংবিধানিক অধিকার ও মানবাধিকার নিশ্চিত করার জন্য কর্মরত ব্যক্তিদের প্রচেষ্টার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ।
সোমবার গণমাধ্যমে পঠানো যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়।
এর আগে গত ১১ মার্চ আব্দুল হালিমকে প্রাণনাশের হুমকি হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ওই রাতে রাজধানীর নিউমার্কেট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডিতে তিনি উল্লেখ করেন, বুধবার বাসায় অজ্ঞাতনামা ব্যক্তির কাছে থেকে হুমকির চিঠি পেয়েছেন। যেখানে বলা হয়েছে, 'আপনি আমাদের আগের ফোন ও সতর্কবাণী ভুলে গেছেন। আপনি যদি হাইকোর্টে র্যাব ও পুলিশের বিরুদ্ধে মামলা পরিচালনা অব্যাহত রাখেন তবে মৃত্যু মুখে পতিত হবেন।'
ব্যারিস্টার আব্দুল হালিম কিছুদিন আগে সন্ত্রাসীদের কর্তৃক অপহরণের শিকার হয়েছিলেন বলে জিডিতে উল্লেখ করেন। তিনি জানান, এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
তিনি বলেন, বুধবার পাঠানো ওই চিঠিতে অপহরণের শিকার হওয়ার পর দায়ের করা মামলায় আসামিরা এই মামলায় আদালতে সাক্ষ্য না দিতে হুমকি দিয়েছে।
গত ১১ মার্চ হাইকোর্ট ভ্রাম্যমান আদালতে পরিচালনার মাধ্যমে শিশুদের বিচার সাজা দেওয়া অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বিভিন্ন বয়সী ১২১টি শিশুকে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজা অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন আদালত।
হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে এই বিষয়ে রুল জারি করে এবং বুধবার রায় দেন। রুল জারির আগে বিষয়টি আদালতের নজরে আনেন ব্যারিস্টার আব্দুল হালিম।
এছাড়াও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম, আক্তারুজ্জামান ও নিজাম উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা বাতিল করতে কয়েকদিন আগে হাইকোর্টে একটি সম্পূরক রিট আবেদন করেছিলেন ব্যারিস্টার আব্দুল হালিম।
বাংলাদেশে শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠন চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন (সিসিবি ফাউন্ডেশন) এর চেয়ারপারসন ব্যারিস্টার আব্দুল হালিম। এছাড়াও মানবাধিকার ও তথ্য অধিকার নিয়ে কাজ করেন তিনি।