ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় সাড়ে ৬ হাজার জনের নামে মামলা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/03/27/img_20210326_165143.jpg)
ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবারের সহিংসতার ঘটনায় সাড়ে ৬ হাজার জনের বিরুদ্ধে আজ শনিবার তিনটি মামলা করেছে পুলিশ।
আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল পুলিশ স্টেশনে এই মামলাগুলো করা হয় বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান।
'এছাড়া অন্যান্য ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষও মামলা দায়ের করবে,' বলে জানান তিনি।
এসপি অফিস ও মডেল পুলিশ স্টেশনের আউটপোস্ট নং-২-এ আক্রমণ, সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় সদর মডেল পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর (এসআই) মিজানুর রহমান দুটি মামলা দায়ের করেন।
অন্যদিকে, জেলা সদরের মেড্ডা এলাকায় তাণ্ডব চালানোর ঘটনায় এসআই মোসলেহ উদ্দিন বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। প্রথম দুটি মামলার প্রতিটিতে ৫ হাজার অজ্ঞাতপরিচয় লোককে এবং শেষোক্ত মামলায় দেড় হাজার জনকে আসামি করা হয়।
মাদ্রাসা ছাত্রদের মোদি বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সরকারি স্থাপনায় শুক্রবারের হামলা ও সহিংসতার ঘটনায় পুলিশ এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে।
এর আগে, এদিন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে সব ধরনের ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।