ব্রিকস ব্যাংকে যোগদানে বাংলাদেশকে আমন্ত্রণ জানালেন মোদি
উদীয়মান অর্থনীতির দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকস জোট। এসব দেশে পরিকাঠামো ও টেকসই উন্নয়নে নয়া উন্নয়ন ব্যাংক (এনডিবি) প্রতিষ্ঠিত হয়। এটি ব্রিকস ব্যাংক নামেও পরিচিত। এবার সেখানে বাংলাদেশকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এব্যাপারে তার আগ্রহ প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার বিক্রম দোরাইস্বামী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
এনডিবি সদস্য দেশগুলোর যৌথ পরিচালনায় আন্তর্জাতিক তহবিল সহায়তার মাধ্যম হিসেবেও কাজ করে। সদস্যরাই এর তহবিলের যোগান দেয়।
ইতোপূর্বে, ২০১২ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে এনডিবি গঠনের সম্ভাবনা নিয়ে উদীয়মান অর্থনীতির সরকার প্রধানদের মধ্যে আলোচনা হয়। এর মাধ্যমে ব্রিকস সদস্য দেশ এবং অন্যান্য উদীয়মান অর্থনীতির দেশে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে আর্থিক সম্পদের যোগান দেওয়া এবং টেকসই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়।
এরপর উদ্যোগটির সম্ভাবনা এবং সুযোগ নিরূপণের দায়িত্ব দেওয়া হয় সদস্য দেশগুলোর অর্থমন্ত্রীদের। যৌথ কমিটি গঠন করে প্রকল্প সমীক্ষা চালিয়ে পরের বছর অর্থাৎ ২০১৩ সালের সম্মেলনে তাদের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত হয় পঞ্চম ব্রিকস সম্মেলন। সেখানে অর্থমন্ত্রীদের তৈরি প্রতিবেদনের ভিত্তিতে ব্রিকস রাষ্ট্রনেতারা এনডিবি প্রতিষ্ঠায় একমত পোষণ করেন এবং তা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন।
সদস্য দেশগুলো যথেষ্ট পরিমাণ তহবিল দিয়ে ব্যাংকটিকে প্রথম থেকেই অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে সক্ষম ও স্বচ্ছল রাখবে এমন সিদ্ধান্তও নেওয়া হয়।
এরপর ২০১৪ সালে ব্রাজিলের ফোর্টালিজায় অনুষ্ঠিত ষষ্ঠ সম্মেলনে ব্রিকস নেতৃবৃন্দ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) প্রতিষ্ঠার চুক্তিতে স্বাক্ষর করেন।