ভারতের উপহার দেওয়া ভ্যাকসিনের ১২ লাখ ডোজ দেশে পৌঁছেছে
আজ শুক্রবার বিকেলে ঢাকায় এসে পৌঁছেছে ভারতের উপহার দেওয়া অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ১২ লাখ ডোজের চালান।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের অনুষ্ঠানে যোগ দিতে ভারতীয় প্রধানমন্ত্রী বর্তমানে দুই দিনের রাষ্ট্রীয় সফরে এসেছেন। তার সফরের মধ্যেই স্বাধীনতা দিবসে টিকার চালানটি পেলো বাংলাদেশ।
আজ দুপুর ১:৪৫ ঘটিকায় একটি বিশেষ ফ্লাইটে করে টিকার চালান এসে পৌঁছায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরে উপস্থিত স্বাস্থ্য কর্মকর্তা মো. শাহরিয়ার সাজ্জাদ বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেন।
টিকা ডোজগুলো রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় ওষুধ সংরক্ষণাগারের ডিপোতে নিয়ে যাওয়া হবে।
এর আগে গত ২১ জানুয়ারি বাংলাদেশকে প্রথমবারের মতো ২০ লাখ ডোজ অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন উপহার দেয় ভারত।