ভোলায় ঘটনার জেরে হাটহাজারীতে হেফাজতের মহাসড়ক অবরোধ
ভোলায় পুলিশ-তৌহিদী জনতার সংঘর্ষের প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ।
রোববার (২০ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে হাটহাজারী ডাক-বাংলো চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে হেফাজতের নেতাকর্মীরা। এরপর মিছিলটি বাস স্ট্যান্ড ঘুরে কাচারি রোড হয়ে হাটহাজারী মাদরাসার সামনে গিয়ে শেষ হয়। এরপর হেফাজতের নেতাকর্মীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে।
এদিকে অবরোধের কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। এ সময় বিক্ষোভকারীদের সড়কে নামাজ আদায় করতে দেখা যায়। সন্ধ্যার ৬টার দিকে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ভোলায় তৌহিদি জনতার সমাবেশে অন্যায়ভাবে পুলিশ গুলি চালিয়েছে। এতে হেফাজতে ইসলাম বাংলাদেশের কয়েকজন নেতাকর্মী নিহতের পাশাপাশি শত শত নেতাকর্মী আহত হয়েছেন। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, একটি বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভকারীরা পরে সড়ক অবরোধ করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক পরে তারা সড়ক ছেড়ে দেয়। তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।