মতিঝিল আইডিয়াল স্কুলের প্রশাসনিক কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আদালতের
শিক্ষার্থী ভর্তির বিনিময়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযােগ থাকায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা ও উপসহকারী প্রকৌশলী মো: আতিকুর রহমান খানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
এর আগে আদালতকে দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা মাহবুবুল আলম (সহকারী পরিচালক) অভিযক্তের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আবেদন করেন।
সেখানে তিনি উল্লেখ করেন যে, মাে. আতিকুর রহমান খান এর বিরুদ্ধে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অন্যান্য ব্যক্তির যােগসাজশে স্কুলে শিক্ষার্থী ভর্তির বিনিময়ে বিপুল পরিমাষ অবৈধ সম্পদ অর্জনের অভিযােগে দুদোকের অনুসন্ধান চলমান রয়েছে।
অনুসন্ধানকারী কর্মকর্তা তার আবেদনে আরাে উল্লেখ করেন যে, অভিযুক্ত ব্যক্তির নামে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ২৬টি, প্রাইম ব্যাংক লিমিটেডে ২৯টি, ঢাকা ব্যাংক লিমিটেডে ১০টি, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডে ১০টি ও এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডে ৩টিসহ ১৫টি ব্যাংকে মােট ৯৭টি অ্যাকাউন্টে ৬ বছরে মােট ১১০ কোটি টাকা লেনদেন হয়েছে।
বনশ্রীর মসজিদ মার্কেটের সাথে বিশ্বাস লাইব্রেরী নামে তার বিশাল বইয়ের দোকান আছে, আফতাবনগর 'ৰি' ব্লকের ৩৪ নং প্লটটিতে বিশ্বাস বাজার নামে একটি সুপারশপ রয়েছে, ভিশন-৭১ নামে আছে রিয়েল এস্টেট ব্যবসা প্রতিষ্ঠান এবং আফতাবনগর ও বনশ্রীতে ৫টি বাড়ির মালিক আতিকুর রহমান খান; যা তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ এবং দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় ও মানিলন্ডারিং প্রতিরােধ আইন, ২০১২ ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযােগ্য অপরাধ বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছ মর্মে অনুসন্ধানকারী কর্মকর্তা তার আবেদনে উল্লেখ করেন।